বকশীগঞ্জে শীতার্ত মানুষের মাঝে জামায়াতের উদোগে শীতবস্ত্র বিতরণ

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে ৬ শত অসহায় ,দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা ১১ টায় রফিক ফাউন্ডেশনের অর্থায়নে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর আবদুস ছাত্তার।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর শফিকুল্লাহ বিএসসি উপজেলা জামায়াতের সেক্রেটারী মওলানা আদেল ইবনে আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক মওলানা সাজ্জাদ হোসেন, ইসলামী ব্যাংক কর্মকর্তা ও রফিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফুয়াদ, এনায়েতপুর দরবার শরীফের পেশ ইমাম মওলানা আবদুল আউয়াল, পৌর জামায়াতের আমীর মওলানা আবদুল মতিন, খয়ের উদ্দিন মাদরাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম সহ জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শীতার্তরা শীতবস্ত্র পেয়ে জামায়াত ও রফিক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।