সিংড়ায় মাসজিদ আত-তাক্বওয়ার উদ্যোগে ইসলামি সমাবেশ

জামিমা তানভিন সিংড়া, নাটোর ::

নাটোরের সিংড়ায় মাসজিদ আত-তাক্বওয়া কমপ্লেক্স এর উদ্যোগে ইসলামী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দিনব্যাপী মাসজিদ আত-তাক্বওয়া কমপ্লেক্স এর হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মাসজিদ আত-তাক্বওয়া কমপ্লেক্স এর প্রতিষ্ঠা অস্ট্রেলিয়া প্রবাসি আবু আদিয়াত শামীম হোসেন বাবুর পিতা ও ৯ নং সিংড়া ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু জেহেদ জুড়ান মোল্লা।

সমাবেশে আলোচনা করেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আলফিকহ বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আলোচনা করেন সৌদি আরব, রিয়াদের পশ্চিম দিরা ইসলামিক দাওরাহ সেন্টারের বিশিষ্ট আলেমে দ্বীন শাইখ আব্দুর রব আফফান দাঈ, ঢাকা মীরপুরের মাদ্রাসা দারুস সুন্নাহর অধ্যক্ষ শাইখ আব্দুন নুর মাদানি, মহাদ্দিস শাইখ আনিসুর রহমাস মাদানি।