প্রিয়াঙ্কা গান্ধীর প্রশংসায় পাকিস্তানের সাবেক মন্ত্রী

ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর প্রশংসা করলেন পাকিস্তানের সাবেক মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেন। তিনি প্রিয়াঙ্কা গান্ধীর সাহসিকতা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন।

গত ১৬ ডিসেম্বর ‘ফিলিস্তিন’ লেখা একটি ব্যাগ নিয়ে সংসদে হাজির হন প্রিয়াঙ্কা। ব্যাগটিতে একটি ডিজাইন করা ছিল, যা ফিলিস্তিন অঞ্চলে প্রতিরোধের বহুল স্বীকৃত প্রতীক।

ইমরান খানের সরকারের সাবেক মন্ত্রী ফাওয়াদ হুসেন বলেন, জওহরলাল নেহরুর মতো একজন মহান স্বাধীনতা সংগ্রামীর নাতনির কাছ থেকে আমরা কী আশা করতে পারি? প্রিয়াঙ্কা গান্ধী বামনদের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, আমাদের জন্য এটি খুবই লজ্জার, আজ পর্যন্ত কোনো পাকিস্তানি সংসদ সদস্য এমন সাহস দেখাতে পারেননি।

এদিকে, চলতি বছরের শুরুর দিকেও গাজায় ইসরায়েলের গণহত্যামূলক কর্মকাণ্ডের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেন প্রিয়াঙ্কা গান্ধী। ইসরায়েলি সরকারের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
প্রিয়াঙ্কা মনে করেন, ইসরায়েলি সরকারের গণহত্যা কর্মকাণ্ডের নিন্দা জানানো বিশ্বের প্রতিটি সরকারের নৈতিক দায়িত্ব। ছবি: সংগৃহীত

প্রিয়াঙ্কা বলেন, যারা দিনের পর দিন গাজায় ঘটে যাওয়া ভয়াবহ গণহত্যায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে – বেসামরিক নাগরিক, মা, বাবা, ডাক্তার, নার্স, ত্রাণকর্মী, সাংবাদিক, শিক্ষক, লেখক, কবি, প্রবীণ নাগরিক এবং হাজার হাজার নিষ্পাপ শিশু; তাদের পক্ষে শুধুমাত্র কথা বলাটা যথেষ্ট নয়।

প্রিয়াঙ্কা আরও বলেন, ঘৃণা ও সহিংসতায় বিশ্বাস করে না – এমন ইসরায়েলি নাগরিকসহ প্রতিটি সঠিক চিন্তাশীল ব্যক্তি এবং বিশ্বের প্রতিটি সরকারের নৈতিক দায়িত্ব হলো, ইসরায়েলি সরকারের গণহত্যা কর্মকাণ্ডের নিন্দা জানানো এবং এগুলো বন্ধ করতে বাধ্য করা।