ডোকোরেট ইভেন্ট ম্যানেজমেন্ট এর উদ্বোধন

আর কে আকাশ, পাবনা : ‘সেবাই আমাদের মূল লক্ষ্য, অনুষ্ঠান আপনার- সর্বোচ্চ সেবা দেওয়ার দায়িত্ব আমাদের’ এই শ্লোগানকে সামনে রেখে পাবনা শহরের মহিষের ডিপু মোড় সংলগ্ন ডা. ফরহাদ সুপার মার্কেটে ডোকোরেট ইভেন্ট ম্যানেজমেন্টের উদ্বোধন করা হয়েছে।
সন্ধ্যায় ডোকোরেট ইভেন্ট ম্যানেজমেন্ট এর উদ্বোধন করেন পাবনা জেলা বিএনপির সদস্য ও ড্যাব পাবনা জেলার শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সিনসার সম্পাদক ও প্রকাশক এস.এম. মাহবুবুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, জিনিয়াস কিন্ডার গার্টেন এর প্রতিষ্ঠাতা আব্দুল কাদের মিঠু।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাগণ প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে বক্তব্য রাখেন।
এসময় দৈনিক সিনসার বার্তা সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক সাঈদ-উল ইসলাম, হৃদয়ে পাবনার সভাপতি সাংবাদিক আর কে আকাশ, ডা. ফরহাদ হোসেন, বিশিষ্ট্য ব্যবসায়ী আসাদুর রহমান আসাদ, শিপুল, সাবেক কাউন্সিলর শরিফুজ্জামান মুন, আ. হান্নান মিলন, মানিকুজ্জামান মানিক, রবিউল ইসলাম রানা, শরিফুল ইসলাম জনি, ইমরান মানিক, আশরাফুল ইসলাম রাজিব, মীর কমল, আবু জাফর, ওমর ফারুক, সুমন, রিয়াদ হোসেন, অন্তর মোল্লাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আসাদুল ইসলাম শফিক ও রাশেদুল ইসলাম সেতু বলেন, আমরা কম মূল্যে বিভিন্ন অনুষ্ঠানে ভালো সেবা দেয়ার প্রত্যয় নিয়ে আমাদের কার্যক্রম শুরু করেছি। আপনাদের পারস্পরিক সহযোগীতায় নতুনত্ব ও ভালো কাজের মাধ্যমে আমরা এগিয়ে যাব।