পাবনায় অবৈধভাবে নদীর মাটি কাটায় চারজনের কারাদণ্ড

নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে চারজনকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর ভবানীপুর এলাকা থেকে তাদের আটক ও সাজা দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ইসলামপুর গ্রামের আফতাব হোসেনের চেলে মাসুদ রানা (৪০), চর ভাঙ্গাবাড়িয়া গ্রামের মৃত শাহজালাল প্রামাণিকের ছেলে আব্দুল হালিম (৪৫), একই গ্রামের আব্দুর রশিদের ছেলে মনির হোসেন (২৫) ও টিকরী গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল লতিফ (২৫)।

বিজ্ঞাপন

পাবনার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন তাদের সাজা দেন।