খানসামায় সামাজিক সম্প্রীতি ও নাগরিকত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি স্লোগানে উদার, অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী সমাজ গড়ার লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় সামাজিক সম্প্রীতি ও নাগরিকত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পিস ফ্যাসিলিটেটর গ্রুপের আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্টের সহায়তায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর ) গোয়ালডিহি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে দিনব্যাপী এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন খানসামা পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল, নুরুল হক, লোকমান হোসেন, রুবেল ইসলাম, রকিবুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের জেলা ফ্যাসিলিটেটর ফিয়াজ শরীফ তমাল, ইয়ুথ ফেলো তারিক উল ইসলাম তালিনসহ পিএফজির সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার স্থানীয় প্রতিনিধিরা।
বার্তা