অনাবিল ডেস্ক ::পা ছুঁয়ে সালাম করা ইসলামি শরিয়তের পদ্ধতি নয়। ইসলাম এ সালাম আমাদের শিক্ষা দেয়নি।
এটা স্বামী, শ্বশুর, শাশুড়ি কিংবা বাবা-মা কারো জন্যই জায়েজ নেই। সবাইকে মুখেই সালাম দেওয়ার নিয়ম ইসলাম জায়েজ করেছে।
হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘ঐ ব্যক্তি আল্লাহ তাআলার রহমতের সবচেয়ে বেশি নিকটবর্তী যে প্রথমে সালাম প্রদান করে’।
সালাম অর্থ শান্তি, কল্যাণ কামনা ইত্যাদি।
হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘ঐ ব্যক্তি আল্লাহ তাআলার রহমতের সবচেয়ে বেশি নিকটবর্তী যে প্রথমে সালাম প্রদান করে’।
সালাম অর্থ শান্তি, কল্যাণ কামনা ইত্যাদি।
সর্বশেষ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি বিনোদন খেলা স্বাস্থ্য তথ্যপ্রযুক্তি শিক্ষা চট্টগ্রাম প্রতিদিন
পা ছুঁয়ে সালাম করা ইসলামি শরিয়তের পদ্ধতি নয়। ইসলাম এ সালাম আমাদের শিক্ষা দেয়নি।
এটা স্বামী, শ্বশুর, শাশুড়ি কিংবা বাবা-মা কারো জন্যই জায়েজ নেই। সবাইকে মুখেই সালাম দেওয়ার নিয়ম ইসলাম জায়েজ করেছে।
হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘ঐ ব্যক্তি আল্লাহ তাআলার রহমতের সবচেয়ে বেশি নিকটবর্তী যে প্রথমে সালাম প্রদান করে’।
সালাম অর্থ শান্তি, কল্যাণ কামনা ইত্যাদি।
সালাম ইসলামি অভিবাদন; পাশাপাশি এটি একটি দোয়াও। আর ইসলমি শরিয়তে সালাম দেওয়ার একটাই পদ্ধতি।
সেটা হচ্ছে মুখে সালাম দেওয়া। এখানে পা ছুঁয়ে, ওজু করে বা অন্য কোনো উপায়ে সালাম দেওয়ার কোনো বিধান নেই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়েশা (রা.), মেয়ে ফাতেমা (রা.) এবং সাহাবিগণ কখনও রাসূল (সা.) এর পা ধরে সালাম করেননি। বরং সব সময় আসালামু আলাইকুম বলেই সালাম দিয়েছেন। সুতরাং পা ছুঁয়ে সালাম করা বা কদমবুচি করা- এটা একটা সংস্কৃতির বিষয়, এটা কোনো ইসলামি সংস্কৃতিও নয়। এটি সমাজ কর্তৃক চাপিয়ে দেওয়া একটি প্রথা মাত্র।
যে কাউকে সালাম দেওয়া যায়। বড় ছোটকে, ছোট বড়কে। বাবা সন্তানকে, সন্তান বাবাকে। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। এটাই ইসালামি শরয়িতের বিধান। এমনকি কেউ যদি আমাকে সালাম দেয়, তাহলে আল্লাহ তাআলা বলেন- তুমিও তাকে আরো উত্তমভাবে সালামের উত্তর দাও। সূত্র: তিরমিজি শরিফ, হাদিস: ২৬৯৮-২৭২৭; শুয়াবুল ইমান, হাদিস: ৮৪৫৯
আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নিচু করা শিরক, বিষয়টি সব মুসলিম উম্মাহকে মনে রাখতে হবে।