লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাটে মহান বিজয়ের মাস উপলক্ষ্যে এবারেও জাঁকজমকপূর্ণভাবে ১৬দিন ব্যাপী ঐতিহ্যবাহী বউ-জামাই মেলায় বিরাট মৎস্য ও পিঠা মেলা-২০২৪ এর অনুষ্ঠিত হবে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা ও বিকাল ৩টায় লালমনিরহাটের বড়বাড়ীস্থ শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় প্রাঙ্গণে লালমনিরহাটের বড়বাড়ী বউ-জামাই মেলা উদযাপন পরিষদ-২০২৪ এর আয়োজনে এ মৎস্য মেলা ও পিঠা মেলা উদ্বোধন করা হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় বউ-জামাই মেলা উদযাপন পরিষদ-২০২৪ এর আহবায়ক এবিএম ফারুক সিদ্দিকী, সদস্য সচিব ও বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য যে, আগামী সোমবার ১৬ ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৬দিন ব্যাপী এ মৎস্য ও পিঠা মেলা অনুষ্ঠিত হবে।