ইবিতে মোরাল প্যারেন্টিং পরিবারের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের মোরাল প্যারেন্টিং পরিবারের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। মোরাল প্যারেন্টিং পরিবার রক্তের নয়, বরং আত্মার বন্ধনে গড়া একটি পরিবার। পরিবারটি ছিন্নমূল ও আর্থিকভাবে অসচ্ছল মেধাবীদের শিক্ষা ও উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিনযাবত কাজ করে আসছে। গত ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রবীন্দ্র নজরুল কলা ভবনে এই প্রাণবন্ত আয়োজন করা হয়।

জানা যায়, দিনব্যাপী এই আয়োজনে মোরাল চাইল্ডদের অংশগ্রহণে সকাল থেকেই ক্যাম্পাসে একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়। নতুন ও পুরাতন মোরাল চাইল্ডদের পাশাপাশি গার্ডিয়ানদের উপস্থিতি আয়োজনকে আরও সুন্দর করে তোলে। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের মোরাল চাইল্ড মিশুক শাহরিয়ার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন কবির। নতুন গার্ডিয়ান হিসেবে যোগ দেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাফর আলী। সার্বিক পরিচালনা ও পরিকল্পনায় ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার অধিকারী।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মিয়া মো. রাশিদুজ্জামান বলেন, “মনুষ্যত্বের চর্চা এবং মোরাল প্যারেন্টদের নিঃস্বার্থ মনোভাবের প্রতি সম্মান জানিয়ে তাদের আদর্শ অনুসরণ করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”

ক্যাম্পাস গার্ডিয়ান অধ্যাপক ড. হুমায়ুন কবির বলেন, “আত্মিক সম্পর্কের মাধ্যমে একতাবদ্ধ থেকে মোরাল প্যারেন্টিং পরিবারকে এগিয়ে নিতে হবে।”

নতুন গার্ডিয়ান সহকারী অধ্যাপক মো. জাফর আলী আয়োজনের প্রশংসা করে বলেন, “এই পরিবারের অংশ হতে পেরে আমি আনন্দিত এবং ভবিষ্যতে এই মহতী উদ্যোগে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি।”

সার্বিক পরিকল্পনাকারী প্রদীপ কুমার অধিকারী বলেন, “মোরাল প্যারেন্টিং একটি অরাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠান, যেখানে ছিন্নমূল ও আর্থিকভাবে অসচ্ছল মেধাবীদের জন্য সহায়তা প্রদান করা হয়।”

প্রসঙ্গত, নতুন মোরাল চাইল্ড হিসেবে ফোকলোর বিভাগের শ্রেয়া সাহা ও অর্থনীতি বিভাগের মো. সবুজ ইসলাম বৃত্তি গ্রহণ করেন। অতিথিদের হাত থেকে বৃত্তি গ্রহণ করে তারা তাদের অনুভূতিতে পরিবারকে কৃতজ্ঞতা জানান। ফোকলোর স্টাডিজ বিভাগের মো. ফয়সাল হোসেন এবং মোরাল চাইল্ড হাসানুজ্জামান হাসান সহযোগিতা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে।