লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে সাইফুল ইসলাম (৫৫) নামের এক মুদি দোকানদারকে বাড়ির গেটে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
শুক্রবার (১৩ডিসেম্বর) রাতে বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম উপজেলার বামনগ্রাম এলাকার এবাদত মুন্সির ছেলে।
স্থানীয় ও লালপুর থানা সূত্রে জানাযায় রাত ১১টার দিকে তার বাড়ির গেটের সামনে দূর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। এঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
নিহতের ছোট ভাই শাহিনুল ইসলাম জানান বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে দীর্ঘ ২০ বছর ধরে তিনি মুদি দোকানের ব্যবসা করছেন। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় বাড়ির গেটে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহতের ভাতিজা তারেক জানান রাতে কে বা কাহারা কি কারণে তার চাচাকে বাড়ির গেটের সামনে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে তা জানা নেই। এই হত্যার সাথে জড়িতদের আটক করে বিচারের দাবি জানাচ্ছি।
স্থানীয় মির্জাবুর রহমান জানান, সাইফুল ইসলাম বামনগ্রাম স্কুল মোড়ের একজন মুদি দোকানদার। রাতে তার বাড়ির গেটের সামনে অজ্ঞাত দূর্বৃত্তরা হত্যা করে ফেলে রেখে যায়। বিষয়টি খুবই দুঃখ জনক। আমরা এই হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।
এবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসলাম উদ্দিন বলেন নিহত সাইফুল ইসলাম এবি ইউনিয়নের সাবেক সংরক্ষিত মহিলা মেম্বার ছবির স্বামী। এঘটনায় জড়িতদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। হত্যাকা-ের সঠিক কারণ উদঘাটন এবং হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এব্যাপারে নিহত সাইফুল ইসলামের ছেলে শিমুল বাদী হয়ে লালপুর থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলার এজাহার দায়ের করেছেন।