চাটমোহর (পাবনা) প্রতিনিধি
বর্ষাকালে জলাবদ্ধতা নিরসনে পাবনার চাটমোহর পৌর সদরের প্রাণকেন্দ্র শাহী মসজিদ মোড় হতে চাটমোহর উপজেলা গেট পর্যন্ত একটি ড্রেইন নির্মাণের দাবী জানিয়েছেন এলাকাবাসী। এ দাবীতে তারা চাটমোহর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি আবেদনও করেছেন।
স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান জানান, পৌরসভাধীন শাহীমসজিদ মোড় হতে উপজেলা গেট এলাকায় বেশ কিছু দোকানপাট, বসতবাড়ি রয়েছে। এটি পৌর সদরের প্রধান সড়কও। বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই এ রাস্তা জলমগ্ন হয়ে চলাচলের অনুপযোগি হয়ে পরে। রাস্তাও ভেঙ্গে যায়। শাহী মসজিদ মোড় থেকে উপজেলা গেট পর্যন্ত ড্রেইন নির্মাণ করা হলে এ এলাকার বাসিন্দা, ব্যবসায়ীরা এবং মুসুল্লীরা উপকৃত হবেন। এলাকার অন্যান্য বাসিন্দা ও ব্যবসায়ীরা ড্রেইনটি নিমাণে পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।