গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠা বার্ষিকী ও নবীন বরণ অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ এই শ্লোগানে পাবনা গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টারের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নবীন বরণ অনুষ্ঠান হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকাল ৯ টা থেকে দিন ব্যাপী পাবনা শহরের রাধানগর বটতলা এলাকায়
গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টারের হল রুমে রেজিষ্ট্রেশন, পতাকা উত্তোলন,ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, গুনীজনদের সংবর্ধনা, কেক কাটা, আলোচনা সভা,পুরুস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টার পরিচালক আতাউর রহমান এর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. রবিউল ইসলাম খান।
এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, সরকারি এডওয়ার্ড কলেজের প্রাণী বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রওশন আকতার বানু,ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. বেলাল হোসেন, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সাহাদাত ইকবাল, পাবনা প্রেসক্লাবের সভাপতি মো.আখতারুজ্জামান, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক মো. জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: জাহেদুল ইসলাম, সরকারি এডওয়ার্ড কলেজের সহকারী অধ্যাপক মো. হাসেম আলী,
পাবনা সরকারি মহিলা কলেজ সহকারী অধ্যাপক কামরুন নাহার, প্রথম আলো
প্রতিনিধি সরোয়ার মোর্শেদ উল্লাস, বাসস ও ভোরের কাগজ পাবনা প্রতিনিধি
রফিকুল ইসলাম সুইট, সরকারি এডওয়ার্ড কলেজের প্রভাষক সিরাজুম মুনিরা,
পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর সিভিল হাতেম আলী, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইন্সট্রাক্টর আব্দুস শুকুর আল মাহমুদ, পরিচালনা কমিটির সভাপতি আফরোজা সুলতানা প্রমূখ।
বক্তরা বলেন, স্মার্ট বাংলাদেশ বির্নিমানে বিষেশ ভুমিকা রাখছে পাবনা শহরের রাধানগর এডওয়ার্ড কলেজ ডিগ্রী বটতলা এলাকার গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টার। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত পাবনার সর্ববৃহত এ প্রতিষ্ঠান। দীর্ঘ ২২বছর ধরে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং দক্ষতা উন্নয়নে স্ব-উদ্যোগে নিজস্ব অর্থায়নে কাজ করছে গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টার। তথ্য
প্রযুক্তি নির্ভর বিশ্বে টেকসই উন্নয়নে যুবসমাজকে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলছে এ প্রতিষ্ঠান। হাজার হাজার প্রশিক্ষার্থী এখান থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে আত্মনির্ভরশীল কর্মসংস্থান, প্রতিযোগিতা মুলক
চাকুরীর বাজারে অবস্থান এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে।