সিরিয়ায় রাশিয়ার মিশন আগেই শেষ হয়েছে বলে জানিয়েছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্থানীয় সময় বুধবার বলেন, কিছুদিন আগে রাশিয়া সিরিয়া সিরিয়াকে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করেছে। পরিস্থিতি যখন পুরো অঞ্চলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল তখন স্থিতিশীলতা নিশ্চিত করেছে। আমরা সেই লক্ষ্যে উল্লেখযোগ্য প্রচেষ্টা চালিয়েছি। ওই সময় রাশিয়া তাদের মিশন সম্পন্ন করে।
পেসকভ বলেন, বাশার আল আসাদ সরকার দেশে দায়িত্ব গ্রহণ করে দেশের উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যা বর্তমান পর্যায়ে নিয়ে এসেছে।
সিরিয়ায় সম্ভাব্য সরকার পরিবর্তন মধ্যপ্রাচ্যে মস্কোর ভূ-রাজনৈতিক প্রভাবকে কীভাবে প্রভাবিত করবে- এমন প্রশ্নের জবাবে মুখপাত্র জোর দিয়ে বলেন, রাশিয়া এ অঞ্চলের সব দেশের সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে। আমরা এভাবে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।
নভেম্বরের শেষের দিকে সশস্ত্র বিরোধী বাহিনী সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানের উপর একটি বড় আকারের আক্রমণ শুরু করে এবং ৮ ডিসেম্বর দামেস্কে প্রবেশ করে। পরে সরকারি সেনারা রাজধানী থেকে সরে যায়।
ক্রেমলিনের একটি সূত্র রুশ বার্তা সংস্থা তাসকে জানিয়েছে, আসাদ ও তার পরিবারের সদস্যরা মস্কোয় পৌঁছেছেন। মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছে রাশিয়া।