চাটমোহরে ৫ মাদকসেবীর কারাদন্ড

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

মাদক সেবনের অভিযোগে পাবনার চাটমোহরে ৫ ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ ও একশত টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে এ দন্ডাদেশ ও অর্থ জরিমানা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুসা নাসের চৌধুরী।

দন্ডপ্রাপ্তরা হলেন অমৃতকুন্ডা গ্রামের মহরম হোসেনের ছেলে জাকির হোসেন (৫১) ও নুর মোহাম্মদের ছেলে মিজানুর রহমান ওরফে লিটন (৫২), কুবিরদিয়ার গ্রামের ফয়েজ সরকারের ছেলে ইশারত সরকার (৬০) ও একই গ্রামের মৃত ডুখল মন্ডলের ছেলে মকবুল হোসেন (৫২) এবং মাঝগ্রামের আব্দুল প্রাং এর ছেলে লিটন প্রাং (৫২)।

জানা গেছে, রেলবাজার এলাকায় মাদক সেবন কালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাদের আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত এ কারাদন্ডাদেশ ও অর্থ জরিমানা করে।