বগুড়ায় পরিবেশ বান্ধব কৃষি ও এর ব্যবসায়িক গুরুত্ব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সঞ্জু রায়, বগুড়া:
বগুড়ায় সোমবার সকালে সদরের শাখারিয়া ইউনিয়নে পরিবেশ বান্ধব কৃষি ও এর ব্যবসায়িক গুরুত্ব শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যসম্মত সবজি উৎপাদনে উদ্বুদ্ধকরনে তৃণমূলের কৃষক ও ভোক্তাদের নিয়ে ব্যতিক্রমী এই আয়োজন করে পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি)।
এমসিসি বাংলাদেশের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত জাহান। এসময় তিনি বলেন, সবজি উৎপাদনে বাংলাদেশের অন্যতম শীর্ষ জেলা বগুড়া। তবে না বুঝে অনেক সময় কৃষকের অতিরিক্ত রাসায়নিক সার কিংবা কীটনাশকের ব্যবহারের ফলে উৎপাদিত সবজি স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। এজন্য সময় এসেছে বিষমুক্ত সবজি উৎপাদনের সঠিক কৌশল জেনে তা প্রয়োগের। রাসায়নিক সারের বদলে জৈব সারের ব্যবহার বৃদ্ধি এবং কীটনাশক এর পরিবর্তে ক্ষতিকারক পোকা দমনে প্রাকৃতিক ফাঁদ যেমন ফেরোমন কিংবা আঠালো ফাঁদ ব্যবহার করা যেতে পারে। এই উদ্যোগ ইতিমধ্যেই এই অঞ্চলে ২০২১ সাল থেকে শুরু করেছে পিইউপি ও এমসিসি বাংলাদেশ যাতে যুক্ত হয়েছে প্রায় ৪ শতাধিক কৃষক যা ইতিবাচক আগামীর জানান দিচ্ছে। কৃষক ও সাধারণ ক্রেতাদের উদ্বুদ্ধ করতে এ কাজে কৃষি বিভাগও পাশে থাকবে।
পিইউপির প্রধান সমন্বয়কারী শেখ মো: আবু হাসানাত সাঈদের সভাপতিত্বে এবং কর্মসূচি সমন্বয়কারী শেখ আবু রাহাত মো: মাশরুকুল ইসলামের পরিচালনায় কর্মশালায় আরো বক্তব্য রাখেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল হান্নান, ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার সহকারী পরিচালক সাজেদুর রহমান, এমসিসি বাংলাদেশের প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর আলম, দৈনিক সমকালের বগুড়া ব্যুরো প্রধান এসএম কাওসার, রূপকথা হাউজিং লিমিটেডের সাধারণ সম্পাদক মো: কাজল, সমাজকর্মী মো: ডাবলু প্রমুখ। কর্মশালার ব্যবস্থাপনায় ছিলেন পিইউপি’র মাঠ সংগঠক নজরুল ইসলাম, আনোয়ার হোসেন ও তানিয়া খাতুন।