নাটোর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে হজম করতেও পারছে না আবার বমি করতেও পারছে না। ফলে মোদি সরকারের বদ হজম হয়েছে। তাই তাদের দেশের তথা কথিত মিডিয়া সন্ত্রাসীরা বাংলাদেশের সকল মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দুর্গন্ধ বাড়াচ্ছে। তাদের ছাড়া দুর্গন্ধ বাংলাদেশেও কিছুটা আসছে। বাংলাদেশে কোন রকম সংখ্যা লঘু নির্যাতনের ঘটনা না ঘটলেও পতিত স্বৈরাচার শেখ হাসিনার কিছু দোসর সেসব মিডিয়ায় হাজির হয়ে নিজের জন্মভুমির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। নিজের দেশকে ছোট করতে এই দোসরদের একটু লজ্জাও হচ্ছে না। তারা মিথ্যা তথ্য দিয়ে বিশ্ববাসীর কাছে নিজের দেশকে ছোট করছে। দুলু বলেন, আমরা বিএনপির নেতাকর্মীরা ৯০দশক থেকে বলে আসছিলাম শেখ হাসিনা দেশের ক্ষমতায় আসলে বাংলাদেশ ভারত হয়ে যাবে। এটা এখন দেশের মানুষের কাছে পানির মতো পরিস্কার ভাবে প্রমাণিত হয়েছে। ১৬বছরের শাসনে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গ রাজ্যে পরিণত করেছে। যার জন্য ভারতের বাংলাদেশের ছাত্রজনতার বিজয় মেনে নিতে কষ্ট হচ্ছে। তারা শেখ হাসিনার শোকে কাতর হয়ে পড়ছে। দুলু আরো বলেন, ভারতের উচিৎ ব্যক্তি শেখ হাসিনার শোক ভুলে বাংলাদেশ নামক রাষ্ট্রের সাথে সর্ম্পক বজায় রাখা। দুলু বলেন, আওয়ামী লীগের দুঃশাসনে অতিষ্ঠ হয়েই এই দেশের ছাত্র জনতা তাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসে। ফলে জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে এটা বাংলাদেশের গণ মানুষের বিল্পব। এই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়ে কারো কোন লাভ হবে না। এই বিজয়কে মেনে নিয়েই বাস্তব অবস্থা বুঝে সবাইকে সামনে যেতে হবে। এই বিপ্লব ও দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে দেশের সকল দলমত ধর্ম বর্ণের মানুষ একত্র হয়ে রুখে দিতে হবে।
রোববার বিকেলে জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন বিএনপি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। জোনাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ রাশিদুল ইসলাম রাসেলের সভাপতিত্বে স্থানীয় জোনাইল মহিলা কলেজ মাঠে আয়োজিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, দুলুর সহধর্মীনি ছাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন,শহর বিএনপির আহবায়ক শেখ এমদাদুল হক আল মামুন , ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ সোহেল , বিএনপি নেতা লিয়াকত আলী আলম,বড়াইগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামসুল আলম রনি , বিএনপির নাটোর জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ ।