নাটোরের নলডাঙ্গায় জিয়া খাল দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত

নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় জিয়া খালের দখল নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি দোকানপাট। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববার (০৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার হালবিলের বাঁশিলা ও হালতি গ্রামের মাঝে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ব্যক্তিরা হচ্ছেন নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের বাঁশিলা গ্রামের বাসিন্দা এন্তাজ আলী (৫২), আবদুর রাজ্জাক (৩২), মৎস্যজীবী হাবিবুর রহান (৪৫) এবং হালতি গ্রামের মোঃ সেলিম (২৩) ও মোঃ উজ্জল হোসেন (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নলডাঙ্গা উপজেলার হালতি বিলের মধ্য দিয়ে প্রবাহিত জিয়া খালের কিছু অংশ বাঁশিলা গ্রামের এবং কিছু অংশ হালতি গ্রামের অন্তর্গত। বিলের পানি শুকিয়ে যাওয়ায় ওই খালে মাছ ধরা শুরু হয়েছে। এ খালটি দীর্ঘদিন ধরে উন্মুক্ত জলাশয় হিসাবে স্থানীয় মৎস্যজীবী ও এলাকাবাসী ভোগ করে আসছিলো। রোববার দুপুরে স্থানীয় হালতি গ্রামের বাসিন্দা ফলেন ও তার লোকজন লাঠিসোটা নিয়ে খালটি পূরোপুরি দখল নিতে যায়। এত বাধা দেয় বাঁিশিলা গ্রামের লোকজন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় খালের ধারে থাকা বেশ কয়েকটি অস্থায়ী দোকান ও পাহারা কক্ষ ভাংচুর করে হামলাকারীরা। এতে নারী সহ বেশ কয়েকজন আহত হয়। তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ মনোয়ার জাহান জানান, উভয় পক্ষের সাথে আলোচনার মাধ্যমে পরিস্থিতির শান্তিপূর্ন সমাধানের চেষ্টা করা হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত কোন পক্ষ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।