আদমদীঘিতে সাজাপ্রাপ্ত নাশকতা মাদকসহ বিভিন্ন মামলায় নারীসহ সাতজন গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত ও মাদকসহ বিভিন্ন মামলায় তিন নারীসহ সাতজনকে গ্রেপ্তার ও হোরাইন উদ্ধার করেছে। গত শুক্রবার রাতে (৬ ডিসেম্বর) বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার বিনাহালী গ্রামের আবু জাহিদ মন্ডলের ছেলে সামছুজ্জামান, সান্তাহার নতুন বাজার এলাকার হজরত আলীর ছেলে আনজু বেগম, আদমদীঘির বড়িয়াবার্তা গ্রামের আবুল কালাম আজাদর ছেলে আব্দুল মান্নান, আদমদীঘির দমদমা পুর্বপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে রাজু, দক্ষিন গনিপুর গ্রামের মুক্তার হোসেনের স্ত্রী লাকী বেগম, চাঁপাপুর ইউপির বাহাদুরপুর গ্রামের আনিছুর রহমানের স্ত্রী মুনজিলা বেগম ও সান্তাহার পুর্ব লকুকলোনীর জহুরুল ইসলামের ছেলে শামিম হোসেন।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে আদালতের গ্রেপ্তারী পরোয়ানামুলে ঢাকার চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক দ্রুত বিচ্রা আইন মামলায় ২ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী সামছুজ্জামানকে. বগুড়ার নারী ও শিশু র্নিাতন দমন ট্রাইব্যুনাল-২ এর মামলায় মুনজিলা বেগম, সিআর মামলায় শামিম হোসেন ও লাকী বেগম, ১০ গ্রাম হেরোইন ও ১ হাজার ৬০০ টাকাসহ মাদককারবারি আনজু বেগম, জিআর মামলায় রাজু এবং আদমদীঘি বিএনপির অফিসে হামলা নাশকতা মামলায় সন্ধিহান আসামী হিসাবে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে বলে অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান।