খাদ্য নিরাপত্তায় প্রত্যক্ষ অবদান রাখছে আনসার ও ভিডিপি: আনসার মহাপরিচালক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ধান কেটে দেওয়ার মতো শ্রমসাধ্য কাজের মাধ্যমে সাধারণ কৃষকদের পাশে দাঁড়িয়ে আনসার ও ভিডিপি সদস্যরা প্রত্যক্ষভাবে অবদান রাখছে খাদ্য নিরাপত্তায়।

বৃহস্পতিবার সকালে বরিশাল রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শনকালে তিনি বাহিনীর সর্বস্তরের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। এসময় দেশের মানব নিরাপত্তা, আর্থ সামাজিক উন্নয়ন ও সামাজিক সংকট উত্তরণে আনসার বাহিনীর কার্যকরী ভূমিকা সংক্রান্ত দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

এছাড়া ‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’ স্লোগানটিকে সামনে রেখে দেশের আর্থ সামাজিক পট পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জোরালো উদ্যোগ ও সম্ভাবনায় অনুপ্রাণিত হয়ে স্বীয় ভূমিকা পুনর্জীবিত করার জন্য বাহিনীর মহাপরিচালক নির্দেশ প্রদান করেন।

তিনি বলেন, এবছর ৬ জেলায় ৫০০ জনেরও বেশি আনসার ও ভিডিপি সদস্য ধান কেটে ও মাড়াই করে দরিদ্র কৃষকদের পাশে দাড়িয়েছেন স্বেচ্ছাসেবার ভিত্তিতে।

আনসার মহাপরিচালক বলেন, তরুণ সমাজের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ ব্যবস্থাকে আরো বেশি যুগোপযোগী ও অন্যান্য মন্ত্রণালয়ের স্থানীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে যুগোপৎ কার্যক্রম গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের ট্যাক্সের টাকায় রাজস্বখাতে রবাদ্দকৃত প্রতিটি পয়সার জবাবদিহিতা ও সমাজের উন্নয়নে দৃশ্যমান ফলাফল নিশ্চিত করতে হবে-এই বাহিনীর প্রতিটি সদস্যকে।

বরিশাল রেঞ্জের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে মহাপরিচালক বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সকল পর্যায়ের দায়বদ্ধতা ও অধীনস্তদের মৌলিক অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুসরণে আরো বেশি নিবেদিত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সামাজিক সচেতনতা কার্যক্রম ও পরিবেশ রক্ষায় যথাযথ ভূমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করেন।