জামালপুরের ইসলামপুরে যমুনার দুর্গম চরে একটি যাত্রার প্যান্ডেল ভেঙে দিয়েছে পুলিশ। সেখানে নিয়মিত অশ্লীল নৃত্যসহ অসামাজিক কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ করেন এলাকাবাসী। তাদের আপত্তির পরিপ্রেক্ষিতে বুধবার গভীর রাতে অভিযান চালানো হয়।
স্থানীয়রা জানান, উপজেলার সারিয়াকান্দি সীমানা টগারচর এলাকায় প্রতিরাতে যাত্রার নামে ‘অসামাজিক’ কর্মকাণ্ড চলছিল। তাদের নিষেধ করলেও কাউকে তোয়াক্কা করছিল না। খবর পেয়ে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় যাত্রার প্যান্ডেল ভেঙে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, যমুনা নদীর মাঝে দুর্গম টগারচর এলাকায় অশ্লীল নৃত্য, অসামাজিক কর্মকাণ্ড চলছিল। অভিযোগ পেয়ে নির্মিত যাত্রা প্যান্ডেল এবং স্টেজ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।