বাঁশি যখন বাজে

এনামুল হক টগর
গভীর রাত্রির কালো আঁধার ভেঙে বাঁশি যখন বাজে পৃথিবীর উদ্যানে সংগ্রামী জীবন।
 সেই বিপ্লবী সুরে অনাগত নতুন সূর্য সকাল জেগে উঠবে শ্রমজীবী খামারে সু-ষমবন্টন।
অরণ্যে পাখির কুজন বাগিচায় পুষ্প সুভাষ নদীর কল কল ধ্বনিতে মাঝির বিরহ গান।
বিস্ময় কোন এক প্রভাতে হঠাৎ মাইকে ঘোষণা আসে মৃত্যুর শোক বার্তা দহন!
কোন মহাবীর পৃথিবী থেকে চলে গেলো দূর সীমানা ছেড়ে প্রাণের ব্যথিত ক্রন্দন।
বাঁশি যখন বাজে কর্ণ সজাগ মনোযোগ দিয়ে শোন মারফত তত্ত্ব শ্লোক বিনীত নিবেদন!
অতীত কার্যাবলী এক সমষ্টিগত ইতিহাস  আনন্দ বিচ্ছেদ ব্যথার স্মৃতি অশনি আঁধার!
অতীতে ফিরে গেলে অশুভ ঘুর্ণিমান চক্রে জীবন ডুবে যাবে অতলে প্রাণহীন গহবর!
ভবিষ্যৎ সংঘর্ষময় তাকে চেনা কঠিন বেদনার গভীরে মনের আকাঙ্খাগুলো ক্ষতবিক্ষত।
বর্তমান মহামূল্যবান তাঁকে আঁকড়ে ধরো অনাগত জ্ঞানের বার্তা নতুন সংস্কার বহমান!
সমকালের প্রতিটি পদক্ষেপই দক্ষতার কল্যাণ আনে আধুনিক উৎপাদনে জাতি উন্নত।
বর্তমানের শুভ কর্ম অতীত ভবিষ্যতকে সৌন্দর্যে ভরে দেয় নির্মল হৃদয় প্রশান্ত।
০৬/১২/২০২৪