কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে গেজেট প্রকাশের দাবি
/ আবু সাইদ খান ফরিদ, ঢাকা।
কবি কাজী নজরুল ইসলাম জাতীয় কবি বাস্তবায়ন পরিষদ -এর উদ্যোগে আজ ২৭ আগস্ট রবিবার প্রতিবারের ন্যায় এবারও কবি’র ৪৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধি প্রাঙ্গনে কবি সাহিত্যিকগণ কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে গেজেট প্রকাশের দাবিতে সমবেত হন।
যুগ্ন আহবায়ক কবি ও সাংবাদিক আলম হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব ছড়াকার ফরিদ সাইদের সঞ্চালনায় অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে গেজেট প্রকাশের দাবিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কবি নাতনি খিলখিল কাজী, কবি নাতনি মিষ্টি কাজী, নাট্যব্যক্তিত্ব এডভোকেট লুৎফুল আহসান বাবু, বাংলা একাডেমির সদস্য কবি সৈয়দ নাজমুল আহসান, বিশিষ্ট সংগঠক ডাঃ ম আ আ মুক্তাদীর। এই দাবির প্রতি সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন ভারত থেকে আগত কবি শ্রী তারকনাথ দত্ত, কবি ও ছোট গল্পকার মতিয়ার রহমান, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি মানিক চক্রবর্তী, কবি মতিয়ারা চৌধুরী মিনু, কবি হাফিজুর রহমান কবির, কবি আফরোজা মুন্নী, কবি গিয়াস হায়দার, গোলাম মোস্তফা তাপস, কবি মাহমুদ খান বিজু, কবি জেবা তাসমিয়া মিতু, কবি খোকন দাস, কবি খায়রুল আলম, কবি মুহাম্মদ ইসমাঈল, কবি শশী ইয়াসমিন প্রমুখ।
উল্লেখ্য : বঙ্গবন্ধু ১৯৭২ সালের ২৪ মে ব্যক্তিগত উদ্যোগে স্বাধীন বাংলাদেশে কবি কাজী নজরুল ইসলামকে ফিরিয়ে আনেন। এরপর কবিকে সম্মানের সাথে ঢাকাস্থ ধানমন্ডিতে কবিকে বাড়ি বরাদ্দ দেন।
বঙ্গবন্ধু মন্ত্রীসভার প্রথম বৈঠকে কবি নজরুলের গানকে রণসংগীত হিসেবে মর্যাদা দেন।