সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ার ক্ষেতুপাড়া ইউনিয়নের বহলবাড়ীয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমামের ৪৪ বছর পর রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৬ ডিসেম্বর) বাদ জুমায় এলাবাসী এ বিদায় সংবর্ধনা প্রদান করেন। বিদায় সংবর্ধনা শেষে ইমাম ক্বারী আবুল কাশেমের বাড়ী উপজেলার দাতালপুর ঘোড়ার গাড়ীতে করে মোটর সাইকেলের বহরসহকারে পৌঁছে দেয়া হয়।
জুমার নামাজ শেষে মসজিদে এক বিদায় সংবর্ধনায় ইমামের হাতে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা দেন এলাকাবাসী। এসময় এলাকাবাসী ইমামের সম্মানে নগদ ১ লক্ষ টাকাসহ বিভিন্ন সামগ্রী প্রদান করেন। বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোমন, শাকিল, ইসমাইল হোসেন ও মসজিদের সভাপতি হাজী মনিরুল ইসলাম। এ সময় বিদায়ী বক্তব্যে ক্বারী আবুল কাশেম বলেন, আমি দীর্ঘ দিন ধরে বহলবাড়িয়া মসজিদে ইমামতি করেছি। এ এলাকার অসংখ্য ব্যক্তির জানাযা করেছি। আমার হাতে অসংখ্য মানুষের চির বিদায় হয়েছে। আমি এলাকাসীর শান্তি কামনা করছি। তারা ইসলামের প্রতি ভালোবাসা দেখাবে এ আশা করছি।
মসজিদের সভাপতি হাজী মনিরুল ইসলাম জানান, আমরা যখন ছোট ছিলাম তখন থেকে ক্বারী কাশেম এ মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছেন। আজ দীর্ঘ ৪৪ বছর তিনি আমাদের সাথে রয়েছেন। তার নরম হৃদয়ের ভালোবাসা এলাকাবাসী পেয়েছে। ইমামের প্রতি খুশি হয়ে আজ আমরা তাকে সম্মান জনক ভাবে বিদায় জানাচ্ছি। আমরা তার দীর্ঘায়ু ও সুস্থ্য কামনা করছি।
এলাকাবাসী জানান বহলবাড়িয়া কেন্দ্রীয় মসজিদের ইমাম আবুল কাশেম ১৯৮১ সালে যোগদান করেন। দীর্ঘ ৪৪ বছর পর বার্ধক্য জনিত কারণে আজ আমরা তাকে বিদায় জানাতে বাধ্য হলাম। ইমামের বিদায় কালে অসংখ্য মুসুল্লী ও এলাকাবাসী কান্নায় ভেঙে পরে।