বীজতলা পরিচর্যায় ব্যস্ত চাটমোহরের পেঁয়াজ চাষীরা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
বীজের বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রভাব পরায় পেঁয়াজের বীজতলার দিকে অধিক নজর দিচ্ছেন পাবনার চাটমোহরের পেঁয়াজচাষীরা।চারা উৎপাদনে ব্যর্থ হলে এবং উৎপাদিত পেঁয়াজের আশানুরুপ দাম না পেলে আগামিতে কৃষকের ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে।

চাটমোহর কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে চাটমোহাে ৪৯০ হেক্টর জমিতে কন্দ পেঁয়াজ ও ৫২০ হেক্টর জমিতে চারা পেঁয়াজ উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। কন্দ পেঁয়াজের প্রতি মন বীজের দাম নয় হাজার টাকায় ওঠে।অন্যদিকে, চারা পেঁয়াজ উৎপাদনের প্রতি কেজি দানা বীজ মান ভেদে সাড়ে চার হাজার টাকা থেকে বারো হাজার টাকায় বিক্রি হচ্ছে।

উপজেলার বরদানগর গ্রামের পেঁয়াজের চারা উৎপাদনকারী কৃষক নিরব হোসেন জানান, এ বছর ১৫ শতাংশ জমিতে পেঁয়াজের বীজ উৎপাদন করছেন তিনি।বীজের দাম, চার চাষ, ছয় থেকে সাত দফা সেঁচ, আগাছা উৎপাটন, সার, কীটনাশক ও পচনরোধক সব মিলিয়ে তার খরচ দাড়াচ্ছে প্রায় ২৩ হাজার টাকা।এ জমিতে উৎপাদিত চারা ভাল হলে প্রায় তিন বিঘা জমিতে পেঁয়াজ লাগাতে পারবেন তিনি। তিন বিঘা জমিতে ভাল পেঁয়াজ হলে ২০০ থেকে ২২৫ মন পেঁয়াজ পাওয়ার আশা প্রকাশ করেন।তিনি আরো জানান, বীজের দাম অত্যাধিক বাড়ায় বীজতলা বেশি পর্যবেক্ষণে রাখতে হচ্ছে।

চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন জানান, সঠিক ভাবে অংকুরোদগম হলে পেঁয়াজ বীজতলা ভাল হয়। চারার ভাল ফলন পেতে করণীয় প্রসঙ্গে আমরা কৃষককে অবহিত করছি। বীজতলা পর্যবেক্ষণে রাখতে হবে।গোড়া পঁচা রোগ হলে দ্রুত পদক্ষেপ নিতে হবে। বেশি শীত কুয়াশা পরলে বীজতলা পলিথিন শেড দিয়ে ঢেকে রাখলে ভাল ফলন পাওয়া যাবে।