অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় ঐক্য পচেষ্টা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ঐক্য করতে গিয়ে যদি নতুন করে বাকশালের পথে যাওয়া হয়, তবে তা কোনো কাজে আসবে না।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আতিকুর রহমান সালুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশের নদী-পানির অধিকার আন্দোলনের পুরোধা ও আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান সালুর স্মরণে এ সভার আয়োজন করা হয়।
ড. মঈন খান বলেন, স্বৈরাচার বিদায় নিলেও দেশে গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার জরুরি।
ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ভারতের রাজনীতিক, নীতিনির্ধারক ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা দুই দেশের জনগণের বন্ধুত্ব মেনে নিতে পারেন না।
নদী ব্যবস্থাপনা নিয়ে তৃতীয় ফারাক্কা মার্চের প্রস্তাব করে তিনি বলেন, ভারতকে জানিয়ে দিতে হবে, আমরা নদীকে কল্যাণে ব্যবহার করতে চাই, ধ্বংসের জন্য নয়। পরিবেশ রক্ষার জন্য আরেকটি লংমার্চ করা হবে।