ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
ঈশ্বরদী থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। ঈশ্বরদীকে মাদকমুক্ত করার লক্ষ্যে পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন এর নির্দেশনায় ও ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর তত্বাবধানে এবং থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলামের নেতৃত্বে বুধবার দিবাগত গভীর রাতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশগ্রহণকারী এসআই (নিঃ) আতাউল , এএসআই আব্দুল বারী জানান, ঈশ্বরদী থানাধীন মাজদিয়া মাদ্রাসা এলাকার চর ধাপাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী রেজাউল করিম (৪০)কে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। রেজাউল মাজদিয়া স্কুল পাড়ার গোলজান হোসেনের পুত্র।
ধৃত আসামীর বিরুদ্ধে ( ৫ ডিসেম্বর) বৃহস্পতিবার মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে । মামলা নম্বর ০৬ ।