চাটমোহরে ৪ কেজি গাজা উদ্ধার-আটক ১

চাটমোহর (পাবনা) প্রতিনিধি পাবনার চাটমোহর থানা পুলিশ চার কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মজিদ শেখ (৫০) পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার কাউরাইল গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। রবিবার (১ ডিসেম্বর) রাত ৮ টার দিকে চাটমোহরের ছাইকোলা (সবুজ পাড়া) এলাকায় এ গাজা উদ্ধার ও আটকের ঘটনা ঘটে। থানা সূত্র জানায়, মাদক ব্যবসায়ী মজিদ শেখ রবিবার রাতে গাজা বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে নাটেরের কাছিকাটা হয়ে চাটমোহরের দিকে আসছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ কাছিকাটা-চাটমোহর সড়কের সবুজ পাড়া এলাকায় তার পথ রোধ করে তল্লাশী কালে প্লাস্টিকের বস্তার মধ্যে পলিথিনে প্যাকেট করা চার কেজি গাজা উদ্ধার করেন। এসময় মজিদ শেখকে আটক করেন থানা পুলিশ। গাজা উদ্ধাারের সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম জানান, এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।