অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় ‘কাট’ শুনতে পাননি, তারপর

গত মাসেই টরন্টো চলচ্চিত্র উৎসবে মুক্তির পর প্রশংসিত হয়েছে ‘উই লিভ ইন টাইম’ সিনেমাটি। আইরিশ পরিচালক জন ক্রলির এ ছবিতে পর্দায় জুটি হয়েছে অ্যান্ড্রু গারফিল্ড ও ফ্লোরেন্স পিউ। এবার সিনেমাটির অন্তরঙ্গ দৃশ্যে শুটিং নিয়ে নতুন তথ্য জানালেন গারফিল্ড।

‘উই লিভ ইন টাইম’ সিনেমাটিতে একটি দীর্ঘ অন্তরঙ্গ দৃশ্য রয়েছে। অ্যান্ড্রু গারফিল্ড জানান, দৃশ্যটির শুটিংয়ের অভিজ্ঞতার কথা। অভিনেতা বলেন, দৃশ্যটির শুটিংয়ের সময় তাঁরা এতটাই মনোযোগী ছিলেন যে নির্মাতার বলা ‘কাট’ও শুনতে পাননি।

গারফিল্ড বলেন, ‘দৃশ্যটি খুবই আবেগময় ছিল, আমরা চিত্রনাট্য যা ছিল, তার চেয়ে বেশিই করেছিলাম। তবে পুরো শুটিংয়ে আমরা খুবই নিরাপদ বোধ করেছি। “কাট” কখন বলা হয়েছে, সেটাও বুঝতে পারিনি, আমরা চালিয়ে গেছি।’

এর আগে গত মাসে টরন্টো উৎসবের সময় নির্মাতা জন ক্রলিকে প্রশংসায় ভাসিয়েছিলেন ছবির অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তিনি বলেন, ‘ছবির চিত্রনাট্যটা দুর্দান্ত একই সঙ্গে ঝুঁকিপূর্ণও। আপনি যদি নিরাপদবোধ না করেন তবে এ ধরনের চিত্রনাট্যে কাজ করতে পারবেন না। পরিচালক আমাদের জন্য সেটা করেছিলেন।’