কক্সবাজারে তানজিম হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) নিহতের ঘটনায় করা মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নাসির (৩৪) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ মামলায় আটজনকে গ্রেপ্তার করা হলো।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত নাসিরের কাছ থেকে পাঁচটি দেশি বন্দুক, বিভিন্ন ধরনের ১৪ রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিকে চকরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর কক্সবাজার জেলার চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) ডাকাতদের ছোড়া গুলিতে নিহত হন। এ ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়।