পুজোর সাজ-পোশাকের সঙ্গে কেমন গয়না পরবেন?

আর মাত্র কয়েক দিন বাকি দুর্গাপূজার। দুর্গাপুজো মানেই তো প্রচুর সাজগোজ এবং পোশাকের সঙ্গে রকমারি গয়না। সাজ-পোশাকের সঙ্গে মানানসই গয়না না পরলে কিন্তু মোটেই মানায় না। পুজোয় আপনি যত দামি শাড়ি, ব্লাউজ আর গয়না পরেন না কেন, গয়না বাছাই করতে হবে বুদ্ধিমত্ত্বার সঙ্গে। খবর আনন্দবাজার অনলাইনের

তবে সাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হয় গলার হার বাছাই করতে। ডিজাইনার ব্লাউজ কিংবা ক্রপ টপের সঙ্গে কোন ধরনের হার মানাবে, তা বুঝে উঠতে পারেন না অনেকেই। জেনে নিন, কোন ধরনের ব্লাউজের কাটের সঙ্গে ঠিক কেমন ধরনের গয়না মানাবে।

বোটনেক ব্লাউজ বা হাই রাউন্ড নেকলাইন ব্লাউজ

শাড়ির সঙ্গে বোটনেক ব্লাউজ বা হাই রাউন্ড নেকলাইন ব্লাউজ পরলে গলায় হার না পরলেও চলে। এ ক্ষেত্রে যেহেতু ব্লাউজের নেকলাইন গলার হাড়ের (কলার বোন) উপরেই থাকে তাই তার উপর ভারী হার পরে নিলে সাজটা বিগড়ে যেতে পারে। এমন ব্লাউজের সঙ্গে কানে বড় দুল, যেমন ঝুমকো কিংবা চাঁদবালী পরে নিতে পারেন। একান্তই নেকলেস পরার শখ হলে লম্বা হার পরতে পারেন।

ডিপ রাউন্ড বা স্কোয়ার নেকলাইন
ডিপ রাউন্ড ব্লাউজ পরলে চোকার হারই সবচেয়ে ভাল মানায়। চোকারের সঙ্গে ছোট কানপাশাই ভাল যায়। এই ধরনের নেক লাইনের সঙ্গে চোকার পরলে আপনাকে লম্বাও দেখায়।

কলার দেওয়া ব্লাউজ
শার্টের মতো টপ কিংবা ব্লাউজের সঙ্গে আবার চোকার বেমানান লাগে। এমন ব্লাউজ পরলে তার সঙ্গে লম্বা হারই ভাল মানায়। উজ্জ্বল রঙের কলার দেওয়া ব্লাউজের সঙ্গে হালকা রঙের হ্যান্ডলুম শাড়ি আর অক্সিডাইজের লম্বা হার—পুজোর দিনে সকালের সাজ একেবারে জমে যাবে।

ডিপ ভি লাইন বা সব্যসাচী কাট ব্লাউজ
ডিপ ভি লাইন বা সব্যসাচী কাট ব্লাউজের সঙ্গে ভারী গলাভর্তি নেকলেস পরলেই বেশি ভাল লাগে। আপনি যদি বক্ষভাঁজ দেখানো ব্লাউজ পরতে স্বাচ্ছন্দ বোধ করেন, তাহলে এমন ব্লাউজের সঙ্গে চওড়া হার পরে ফেলতে পারেন, সঙ্গে ঝুমকো পরলেও মন্দ লাগবে না!

স্ট্রাপলেস নেকলাইন
টি টপ কিংবা ব্লাউজের সঙ্গে শাড়ি পরার চল এখন ফ্যাশনে ইন। পুজোয় সেই ধরনের ব্লাউজ পরলে তার সঙ্গে খুব জমকালো কিংবা ভারী গয়না পরবেন না। বদল পরতে পারেন সরু চোকার নেকলেস, কিংবা একটা চেনের সঙ্গে ছোট পেনডেন্ট।

হল্টার নেক বা গলাবন্ধ ব্লাউজ
এই ধরনের ব্লাউজের সঙ্গে চোকার বা নেকলেস মানায় না। এই ধরনের ব্লাউজের সঙ্গে লম্বা ধাঁচের হারই বেশি ভাল মানায়।