‘কুমিল্লায় ৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার পরিকল্পনা আওয়ামী লীগের’

কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালে আট বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার পরিকল্পনা আওয়ামী লীগই করেছিল বলে দাবি করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে কুমিল্লা আদালতের আইনজীবী সমিতি ভবনের হলরুমে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল-অবরোধ চলাকালে কুমিল্লা চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহন বাসের আট যাত্রীকে পেট্রলবোমা মেরে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। পরে চান্দিনা থানায় হত্যা ও বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে পুলিশের দায়ের করা দুটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মনিরুল হক চৌধুরীসহ দলের অনেককে আসামি করা হয়। সাড়ে নয় বছরের বেশি সময় পর আলোচিত এই হত্যাকাণ্ডের বিষয়ে মনিরুল হক চৌধুরী বলেন, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল ও রেলমন্ত্রী মুজিবুল হক বিএনপি-জামায়াতকে ফাঁসানোর জন্য এই পরিকল্পনা করেন। পরে তারা প্রধানমন্ত্রীকে বিষয়টি অবগত করেন। তখন এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য পুলিশ ও র‌্যাবকে দায়িত্ব দেওয়া হয়।

৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ সেপ্টেম্বর ওই বাসের তত্ত্বাবধায়ক মো. আবুল খায়ের কুমিল্লার আদালতে একটি মামলা করেন। মামলায় সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক, পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, কুমিল্লার তৎকালীন পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০ জনকে আসামি করা হয়।