বিনোদন জগতের এপার-ওপার দুই বাংলায় সমানতালে অভিনয় করে যাচ্ছেন টালিউড অভিনেত্রী ইধিকা পাল। তিনি কখনো শাকিব খানের বিপরীতে, আবার কখনো দেব। এভাবেই তিনি সিনেমাপ্রেমীদের মাতিয়ে তুলেছেন। যদিও আপাতত বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তীর নায়িকা হিসেবে কাজ করছেন তিনি।
‘বহুরূপ’ সিনেমায় ইধিকা নাকি দর্শকদের চমকে দিতে চলেছেন। এ মুহূর্তে তাকে নিয়ে চর্চার কারণ ভিন্ন। কথা ছিল— শাকিবের পর তিনি নাকি পর্দায় শরিফুল রাজের সঙ্গে প্রেম করবেন। তখন থেকেই কানাঘুষা। বাংলাদেশের ছবিতে আবারও অভিনয়ের সুযোগ পেয়েই নাকি শরিফুলের সঙ্গে রোম্যান্সে মেতেছেন ইধিকা!
শোনা গেছে, সেই সম্ভাবনা নাকি শুরুতেই শেষ। ছবিটিই নাকি বিশ বাঁও জলে। আর এ খবর জানা গেছে বাংলাদেশের সংবাদমাধ্যম থেকে। ওপার বাংলার সংবাদমাধ্যম জানাচ্ছে—শরিফুল রাজ ও ইধিকা পালকে নিয়ে গত আগস্টে ‘সাহেব’ ছবির শুটিং শুরুর কথা ছিল। পরে শুটিং পিছিয়ে যায়। এখন শোনা যাচ্ছে, ছবিটি নাও হতে পারে। এ প্রসঙ্গে ছবির পরিচালক সাইফ চন্দন বলেন, মনে হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতিই ছবি না হওয়ার নেপথ্য কারণ। সম্ভবত সেই জায়গা থেকেই ছবিটি আর না–ও হতে পারে। সেই খবরে মন খারাপ ইধিকার?
যা রটেছে তাই কি ঘটছে— আনন্দবাজার অনলাইনের এমন প্রশ্নে ইধিকা ফোনে বলেন, ছবিটি নিয়ে অনেক দিন আগেই কথা হয়েছিল। তারপর বিষয়টি চাপা পড়ে যায়। এটা আপনার আনন্দবাজার অনলাইন থেকেই জানতে পারলাম— ছবিটি নাও হতে পারে। এ বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি। এদিকে টালিউডে গুঞ্জন— নায়িকার নাকি একটুও মনখারাপ হয়নি। কারণ তিনি ফের শাকিবের ‘প্রিয়তমা’ হয়ে ফিরতে চলেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, আমিও তেমনটাই শুনছি। তবে আমায় এখনো অনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
শাকিব বাংলাদেশের। ইধিকা ভারতীয়। বাংলাদেশে শুটিং হলে নায়িকা কি বর্তমান পরিস্থিতিতে ভিসা পাবেন? এ সমস্যা এড়াতে ছবির অধিকাংশের শুটিং হবে এপার বাংলায়। সেটি হলে শাকিব স্বচ্ছন্দে শুটিং করতে পারবেন। কারণ অধিকাংশ সময় তিনি লন্ডনে থাকেন। সে ক্ষেত্রে তার ভারতে আসার ভিসা পেতে সমস্যা হবে না। ইধিকা পাল বলেন, এসব তিনি কিছুই জানেন না। তাকে কোনো কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে অভিনয়ের কথা রয়েছে শাকিব খান ও ইধিকা পালের। এ ছবিতে আরও থাকতে পারেন দুই ফাইটমাস্টার রবি বর্মা ও আয়জাজ শেখ। থাকতে পারেন মিশা সওদাগর। আর নৃত্য পরিকল্পনায় বলিউডের আদিল শেখ থাকবেন বলে জানা গেছে।