লেবাননের জনগণের উদ্দেশে যে সতর্কবার্তা দিলেন নেতানিয়াহু

লেবাননে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ইসরাইলি হামলায় প্রায় ৫০০ মানুষ নিহত হয়েছেন। এ বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের জনগণের উদ্দেশে বলেছেন, ‘আপনারা হিজবুল্লাহর জন্য মানবঢাল হবেন না।’
কয়েক দিন ধরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ও ইসরাইলি বাহিনীর মধ্যে পালটাপালটি হামলা চলছিল। এরই মধ্যে সোমবার ভোর থেকে আকাশপথে ব্যাপক হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে এখন পর্যন্ত ৪৯২ জন নিহত হয়েছেন।

এ হামলার পর ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সামাজিকমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। ওই ভিডিওবার্তায় তিনি বলেন, ‘ইসরাইলের যুদ্ধ লেবাননের জনগণের বিরুদ্ধে নয়, বরং হিজবুল্লাহর বিরুদ্ধে। হিজবুল্লাহর সন্ত্রাসীরা সাধারণ মানুষের বাড়িতে ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরনের অস্ত্র মজুত করে রাখছে। সেসব অস্ত্র ধ্বংস করতেই অভিযান চালানো হচ্ছে।’

লেবাননের জনগণের উদ্দেশে নেতানিয়াহু আরও বলেন, ‘বহুদিন ধরেই হিজবুল্লাহ আপনাদেরকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। তারা আপনার বসার ঘরে রকেট ও ক্ষেপণাস্ত্র বসাচ্ছে। তার পর আমাদের শহরগুলোতে হামলা চালিয়ে আমাদের নাগরিকদের হত্যা করছে। আমাদের জনগণের নিরাপত্তার স্বার্থেই হিজবুল্লাহর অস্ত্রগুলো ধ্বংস করতে হবে।’