কাশফুলের নরম ছোঁয়ায় মিম

শরৎকালের কাশফুলের ছোঁয়া নিতে অনেকের মতো কাশবনে চলে গিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। যেখানে কমবেশি সব তারকার পাশাপাশি এবার মিমকেও দেখা গেলো বেশ খোশমেজাজে।

এখন অবশ্য কাজের চাপ কিছুটা কম। সেই কারণেই বোধহয় মাঝে মাঝেই নানা লুকের ফটোশুটে অংশ নেন। সেই ছবি আবার ফেসবুকে পোস্ট করে ভক্তদের হৃদয় কাড়েন তিনি। সম্প্রতি কাশফুলের সঙ্গে ছবি তুলে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন এই নায়িকা। কুড়িয়েছেন ভক্তদের প্রশংসাও। রোববার (২২ সেপ্টেম্বর) মিম বিকেলে কাশফুলের সঙ্গে ২০টির বেশি ছবি পোস্ট করেন ফেসবুকে। ক্যাপশনে জুড়ে দেন বেশ কয়েকটি লাইন।

লেখেন, ‘শরতের শেষ থেকে, বসন্ত পুরোটা ভেবে তোমাকে কেটে যাবে, যদি মন থেকে, ডেকে দেখো আমায় পেয়ে যাবে। ’এদিকে এই পোস্টটি দেয়ার পর বেশ সাড়া পেয়েছেন মিম। নিজেদের অভিমত জানাতে ভুল করেননি তারা।