চাটমোহর সরকারি হাইস্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) ঃ
পাবনার চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও শিক্ষা সাংস্কৃতিক সপ্তাহ পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত ২৬ জানুয়ারি স্কুল চত্বরে বার্ষিক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ২৭ জানুয়ারি ছিল নবীন বরণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। বুধবার (২৯ জানুয়ারি) নিজস্ব মাঠ চাটমোহর বালুচর খেলার মাঠে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন সকালে জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় প্রতিযোগিতা।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে ও স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতাউর রহমানের সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি
হিসেবে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সাবেক সাংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা, চাটমোহর থানার ওসি মনজুরুল আলম, চাটমোহর পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাজুল, সাংগঠনিক সম্পাদক ও চাটমোহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি এ এম জাকারিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, চাটমোহর পৌর জামায়াতের সভাপতি সোলায়মান হোসেন প্রমূখ।
দিনব্যাপী প্রতিযোগিতায় বালক ও বালিকা গ্রুপে বিভিন্ন ইভেন্টের খেলাধুলায় অংশ নেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা।

preload imagepreload image