নাটোরে মৎস্য চাষীদের বকেয়া ৭ কোটি টাকা ফিরে পাবার দাবীতে বিক্ষোভ মিছিল

নাটোর প্রতিনিধি
নাটোরে তিন উপজেলার শতাধিক মৎস্য চাষীদের বকেয়া ৭ কোটি টাকা ফিরে পাবার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গুরুদাসপুর উপজেলার পুরুলিয়া বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, পুরুলিয়ার বাসিন্দা রাজারবাগ পুলিশ লাইনে কনষ্টেবল হিসাবে কর্মরত হুমায়ুন কবির চাকুরীর পাশাপাশি মাছের ব্যবসা করতো। এরই ধারাবাহিকতায় গুরুদাসপুর, বড়াইগ্রাম ও সিংড়ার উপজেলার শতাধিক মাছ চাষীর কাছ থেকে কয়েক দফায় প্রায় ৭ কোটি টাকার মাছ নেন তিনি। পরবর্তীতে মাছচাষীরা টাকা চাইলে তালবাহানা করতে থাকেন। একপর্যায়ে মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায় হুমায়ুন ও তার পরিবারের সদস্যরা। পরে রাজারবাগ পুলিশ লাইনে খোঁজ নিয়েও ভুক্তভোগীরা জানতে পারেন হুমায়ুন সেখানেও অনুপস্থিত। সর্বশান্ত মৎস্য চাষীরা গুরুদাসপুর, সিংড়া ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরাবর হুমায়ুনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ দায়ের করেন। কিন্তু এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোন প্রদক্ষেপ গ্রহণ করা হয়নি। দ্রুত অর্থ আত্মসাৎকারী কনেসস্টেবল হুয়ায়ুনকে গ্রেফতার করে আইনের আওতায় আনাসহ বকেয়া টাকা উদ্ধারের জন্য আইনশৃঙ্খলাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।
এবিষয় গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, কনেস্টেবল হুমায়ুন কবিরের বিষয়ে অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

preload imagepreload image