২৭ জানুয়ারি দাবি না মানলে ২৮ জানুয়ারি থেকে কর্ম বিরতি

২৭ জানুয়ারি দাবি না মানলে ২৮ জানুয়ারি থেকে কর্ম বিরতি
পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃবাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোমাস্টার, গার্ড, টিটিই) পার্বতীপুর শাখা রেলওয়ে ষ্টেশন পার্বতীপুর ১নম্বর প্লাটফর্মে দাবী-দাবা আদায়ের লক্ষ্যে আজ বেলা ১১টার দিকে দাবী-দাবা আদায়ের লক্ষ্যে মানববন্ধন, বিক্ষোভ-মিছিল করে।
রেলওয়ের রানিং স্টাফদের মাইলেজ, মাইলেজসহ পেনশন, মাইলেজ জটিলতার নিরসন. ২০২৩ সালের ১৩ জুন পূর্বের ন্যায় রানিং স্টাফদের ৭৫% মাইলেজ যোগে পেনশন ও অনুতোষিক নিষ্পত্তি, আইবাস সিস্টেম রানিং স্টাফদের বেতন ভাতা প্রদান, নিয়োগ বিধি-২০২০ সংশোধন করে পদোন্নতি প্রদান ও চুক্তিভিত্তিক ও আউটসোর্সিং এর মাধ্যমে লোক নিয়োগ বন্ধ করা হয়। রেল সচিব প্রতিশ্রুতি অনুযায়ী ২০২৪ সালের ৩০ নভেম্বর মধ্যে সকল দাবী-দাবা পুরণের কথা থাকলেও তা বাস্তোবায়ন না হওয়ায় তার প্রেক্ষিতে দাবী-দাবা আদায়ের লক্ষ্যে বিক্ষোভ-মিছিল করে। আগামী ২৭ জানুয়ারির মধ্যে রানিং স্টাফদের পার্ট অফ পে রানিং এলাউন্স যোগে পেনশন ও আনুতোষিক প্রদানে ২০২১ সালে ৩ নভেম্বর হতে অর্থ মন্ত্রণালয়ের সকল অসম্মতি প্রত্যাহার এবং নতুন নিয়োগপ্রাপ্ত রানিং স্টাফদের নিয়োগপত্রের বৈষম্যমুলক ২০২২ সালে ১২ ও ১৩ নম্বর শর্ত বাতিল করে রেলওয়ের প্রচলিত কোড ও বিধি-বিধানের আলোকে আদেশ জারির দাবীতে আগামী ২৮ জানুয়ারি থেকে সর্বস্তরের সকল রানিং স্টাফদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি ঘোষণা করেন।
বিক্ষোভ-মিছিল শেষে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের কার্যকরী কমিটির আহবায়ক পার্বতীপুর শাখার বি. এম শহিদুল আলম এল, এম-গ্রেড-১, রানিং স্টাফ ঐক্য পরিষদ ও কেন্দ্রীয় কমিটি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মোঃ সানোয়ার হোসেন এল. এম-গ্রেড-২, রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন পার্বতীপুর শাখার সভাপতি মোঃ সাইফুল আজম লোকো মাস্টার গ্রেড-০১, ট্রেন পরিচালক (গার্ড) কবির হোসেন, সহকারি ট্রেন চালক জাহিদুল ইসলাম টিপু ও কবির হোসেন প্রমুখ। রানিং স্টাফ ঐক্য পরিষদ ও কেন্দ্রীয় কমিটি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মোঃ সানোয়ার হোসেন বলেন, ১৬০ বছর বছরেরও অধিক সময় ধরে রেলওয়ের প্রচলিত কোড ও বিধি বিধানের আলোকে আমরা রানিং স্টাফগণ ‘পাট অফ পে’ হিসেবে রানিং এলাউন্স এবং ৭৫% রানিং এলাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক পেয়ে আসছি। আমরা অন্যান্য সরকারি চাকরিজীবীদের মতো কোন টিএ/ডিএ পাই না। রানিং স্টাফদের দাবী-দাবা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার আহবান জানান, অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন