আওয়ামী লীগের প্রভাবশালীদের দখলে ছোট চৌগ্রাম খাল

নাটোর প্রতিনিধি:
আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের দখলে নাটোরের সিংড়া উপজেলার রাজবাড়ী ছোট চৌগ্রাম খাল। ক্ষমতার দাপট দেখিয়ে বিএডিসির খালের নকশা অনুযায়ী খাল না কাটারও অভিযোগ রয়েছে। বড় চৌগ্রাম রাজবারী খাল থেকে ছোট চৌগ্রাম পর্যন্ত আড়াই কিলোমিটার খাল দখল করা হয়েছে। অপরদিকে ৭ থেকে ৮ টি স্থানে বাঁধ দিয়ে মাছ মারছে প্রভাবশালীরা। আবার টাকার বিনিময়ে খালের মুখ বন্ধ করে একাধিক পুকুর খনন করে খাল অকেজো করেছে প্রভাবশালী ঐ মহল। এদিকে খাল দখল করে পুকুর খনন করায় জলাবদ্ধতার শিকার কৃষি জমি। এলাকার সাধারণ মানুষ এবং কৃষকেরা খাল দখলমুক্ত করার জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

অভিযোগ উঠেছে, স্থানীয় ইউপি চেয়ারম্যানের আশীর্বাদ পুষ্ঠ হয়ে চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু চন্দ্রার, তার ভাই আলাউদ্দিন হাজী, ইউপি সদস্য মোকাদ্দেস এবং আরেক ভাই বাচ্চু পরস্পর যোগসাজশে ছোট চৌগ্রাম ব্রীজের মুখ বন্ধ করে ৭ বিঘা পুকুর খনন করেছে। ব্রীজের পশ্চিম পাশে তারা খালের পুরো জায়গা দখল করে আরেকটি পুকুর খনন করেছে। অথচ আগে খালে মাছ ধরে জেলে এবং মৎস্যজীবি পরিবারগুলো তিনবেলা মাছ, ভাত খেয়ে থাকতো। এখন গুটি কয়েক মানুষের কারনে খাল দখল করা হয়েছে।

অপরদিকে ছোট চৌগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুর্বে অবস্থিত ব্রীজের মুখ বন্ধ করে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফারুক আহমেদ ৬ বিঘা পুকুর করেছে, সাবেক ইউপি সদস্য জামাল ৫ বিঘা, সাবেক মৃত ইউপি চেয়ারম্যান আবুল এর পুত্র মিজানুর রহমান জুয়েল ৫ বিঘা পুকুর খনন করেছে। সেখানে লিজ দিয়ে মাছ চাষ করা হচ্ছে।

স্থানীয় কৃষক আব্দুল মান্নান প্রামানিক বলেন, ১ যুগ হলো দফায় দফায় খাল দখল করেছে আওয়ামী লীগের এইসব নেতারা। এখন আর বর্ষামৌসুমে নৌকা চলাচল করতে পারে না, কৃষকরা আমন ধান ঘরে আনতে অনেক টাকা খরচ হয়। জলাবদ্ধতা এসব এলাকায় চাষাবাদ কিংবা মাছ চাষ ও করতে পারে না কৃষকেরা।

ওই গ্রামের আরেক কৃষক শরাফত শাহ বলেন, আগে নৌকায় সিংড়া যেতাম, এখন অনেক জায়গা দখল হয়ে গেছে। এখন বর্ষা মৌসুমেও মাছ পাওয়া যায় না। এখন শুকিয়ে যাওয়ার পর থেকে কচুরিপানা ভরে গেছে, মশার উপদ্রব বেড়েছে। পুকুর খননের কারনে জমিতে আবাদ ও ঠিক মতো হয় না, বন্যার পানি চলে যাওয়ার পর মাছ ও পাওয়া যায় না।

ভুক্তভোগী কৃষক জাহিদুল ইসলাম বলেন, খাল দখল হওয়ায় মাছ পাওয়া যায় না। আওয়ামী লীগের লোকজন সরকারি বিএডিসির খাল দখল করে জোরপূর্বক ইচ্ছেমতো পুকুর করে রেখেছে। এই খাল দিয়ে এক সময় নৌকা বাইচ হতো। এখন ঐতিহ্য আর নাই।

অভিযুক্ত ইউপি সদস্য মোকাদ্দেস আলী, বাবু চন্দ্রার, আলাউদ্দিন, ফারুক, জুয়েল, চাচ্চু জানান, যার যার মতো খাল দখল করে নিয়েছে কেউ কেউ খালের জায়গায় বাড়ি করার উদ্যোগ নিচ্ছে। খাল দখলমুক্ত করলে সবার টাই করতে হবে, না করলে ঘরবাড়ি করবে এটাই স্বাভাবিক।

উপ-সহকারী ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, খালের অংশ দখল হয়ে গেছে শুনেছি। তবে স্থানীয় ভাবে কোনো আবেদন পেলে বিষয়টি খতিয়ে দেখবে ভূমি অফিস।

বিএডিসি সিংড়া জোনের সহকারী প্রকৌশলী মানিক রতন জানান, ছোট চৌগ্রাম খালের কিছু অংশ দখল হয়ে গেছে। বিষয়টি শুনেছি । তবে স্থানীয় ভাবে খাল খননের কোনো আবেদন দেয়নি এলাকাবাসী। আবেদন দিলে বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষ কে জানানো হবে। এবার খাল খননের বরাদ্দ কম পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এবিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন, খাল কেউ দখল করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সরকারি সম্পদ দখলমুক্ত করা হবে। কোনো জলাশয়ে বাঁধ নির্মাণ করা যাবে না যারা করেছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে প্রশাসন।