জামাইয়ের বাসায় গিয়ে হামলার শিকার শ্বশুর, থানায় অভিযোগ

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় আপন জামাইয়ের বাসায় গিয়ে হামলার শিকার হয়েছেন শ্বশুড় বলে অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। এই ঘটনায় দু’পক্ষই খানসামা থানায় লিখিত ভাবে পাল্টাপাল্টি অভিযোগ দাখিল করেছে।

বুধবার (০১ জানুয়ারী) উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা ইউসুফ শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।অভিযুক্ত জামাই আল আমিন (২৬) ওই এলাকার লিয়াকত আলীর পুত্র।

এ ঘটনার বিচার দাবি করে বৃহস্পতিবার (০২ জানুয়ারী) সকালে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন উপজেলার কুমড়িয়া আলম পাড়ার বাসিন্দা শাহাজ উদ্দিনের ছেলে ও অভিযুক্ত জামাইয়ের শ্যালক আল আমিন ইসলাম।

থানায় দেওয়া লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই বাদী আল আমিন ইসলামের বোন সুমি আক্তার (২৩) কে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলো তার স্বামী ও শ্বশুর পরিবারের সদস্যরা। এ ঘটনা জানতে পেরে সুমির শ্বশুড়বাড়ীতে যান তার বাবা-মা ও ভাই৷ এসবের প্রতিবাদ করলে দু’পক্ষের মাঝে তর্ক-বিতর্ক হয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে বাদী ও তার বাবা-মায়ের ওপর অতর্কিত হামলা চালায় তার ভগ্নিপতি তার পরিবারের লোকজন। বর্তমানে তার বাবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এই বিষয়ে ঘটনার বিচার দাবি করে আহত শাহাজ উদ্দিন বলেন, বিনা কারণে আমার উপর অতর্কিত হামলা করা হয়েছে। আমি থানা পুলিশ ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি৷

ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আল-আমিন বলেন, শশুর ও তাদের কাউকে মারধর করা হয়নি বরং তারাই আমার বাসায় এসে নগদ টাকা ও সোনাগহনা নিয়ে গেছে। আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে এজন্য আমিও থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে অফিসার ইনচার্জ নজমূল হক বলেন, ঘটনাটি শুনেছি এবং দু’পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।