প্রান্ত সাহা বিভাস. কলমাকান্দা থেকে.
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় দুই দিনব্যাপী কর্মসূচীর দ্বিতীয় দিনে ‘ক্লিন কলমাকান্দা’(পরিস্কার-পরিচ্ছন্নতা) ও বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা ছাত্রদলের উদ্যোগে কলমাকান্দা সদরসহ আটটি ইউনিয়নে এ অভিযান শুরু হয়।
এসব কর্মসূচীতে নেতৃত্ব দেন- উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক ইসতিয়াক হাসান সৌরভ, হাসান আল মামুন, সদস্য সচিব শেখ রবিন, ছাত্রদল নেতা গোলাম রসুল।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারেজ রহমান নাজিম, উপজেলা যুবদলের সদস্য সচিব সোলায়মান হক, যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান রতন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নাল, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক ইসতিয়াক হাসান সৌরভ বলেন, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুইদিন ব্যাপী কর্মসূচীর আজ দ্বিতীয় দিন। জননেতা ব্যারিস্টার কায়সার কামাল ভাইয়ের নির্দেশনা মোতাবেক আমরা দ্বিতীয় দিনে ‘ক্লিন কলমাকান্দা’ (পরিস্কার-পরিচ্ছন্নতা) ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন অভিযান শুরু করেছি।