আদমদীঘিতে জমি বিক্রির টাকা ফেরত চাওয়ায় মারপিট, থানায় অভিযোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রামে জমি বিক্রির টাকা ফেরত চাইতে গিয়ে মারপিটের শিকার হয়েছেন শ্যামল নামের এক ব্যক্তি। সোমবার সকালে ভুক্তভোগী শ্যামল কুমার বাদী হয়ে একই এলাকার লুৎফর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, গত ১০ বছর আগে ছাতিয়ানগ্রামের শ্যামল কুমারের নিকট থেকে তার বাড়ির ৫ শতক জায়গা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম ধরে লুৎফর রহমান জায়গাটি রেজিষ্ট্রি করে নেয়। উক্ত টাকার মধ্যে মাত্র ৫৫ হাজার টাকা শ্যামলের হাতে দিয়ে বাঁকি টাকা পরে দিতে চান। কিন্তু পরে সেই টাকা আর লুৎফর পরিশোধ না করে তালবাহানা শুরু করে। এক পর্যায়ে বিষয়টি সামাজিকভাবে মিমাংসা করতে গিয়ে ওই জায়গাটি তিনি শ্যামলের স্ত্রীর নামে রেজিষ্ট্রি করে ফিরিয়ে দিতে চান। একারনে তিনি শ্যামলের কাছে ৬৭ হাজার টাকা নেন। এরপর লুৎফর আর শ্যামলের স্ত্রীর নামে জায়গাটি রেজিষ্ট্রি করে দেননি। গত ২৫ ডিসেম্বর জায়গাটি রেজিষ্ট্রি করে দেয়ার জন্য লুৎফর রহমানকে ফের বলতে গেলে তিনি শ্যামলকে মারপিট করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান অভিযোগ পওয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ খতিয়ে দেখা হবে।