লালমনিরহাটে ট্রাক অটো সংঘর্ষ আহত ৪

লালমনিরাট প্রতিনিধি।

মঙ্গলবার ৩১ ডিসেম্বর লালমনিরহাটের সাপ্টীবাড়ী একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অটো চালক ও যাত্রীসহ চারজনের আহত হয়েছে। এদের মধ্যে অবস্থা খুবই গুরুতর হ ওয়ায় লালমনিরহাট সদর হাসপাতাল থেকে রংপুর মেডিকলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
অটো ড্রাইভার এর বাড়ি আদিতমারী ওমর কাজী মাদ্রাসার পাশে কালাম মিয়া (৩৬) পিতার নাম আশরাফ আলী,,যাত্রি ৩ জন
বড় কমলাবাড়ি (কাছারিপাড়া)গরুর ব্যবসায়ী মৃত আসাদ মিয়ার ছেলে: শহিদুল ইসলাম (২৪)
মেয়ে: আছিয়া খাতুন (৩২) নাতি:তামিম (৪)। আদিতমারী থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।