আতাইকুলা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার ফলাফল ও অধিভাবক সমাবেশ

আতাইকুলা প্রতিনিধিঃ সাঁথিয়া উপজেলার সুনামধন্য আতাইকুলা উচ্চ বিদ্যালয়ে ষষ্ট হতে দশম শ্রেনীর ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা ও অধিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩১ ডিসেম্বর ২৪ সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়। শিক্ষক সাখাওয়াত হোসেন বাবুর পরিচালনায় ছাত্র/ ছাত্রীদের অভিভাবকদের উপস্থিতিতে করতালীর মধ্যদিয়ে ফলাফল ঘোষনা হয়। পরে ফলাফল ভাল মন্দ ছাত্র ছাত্রীদের ভবিষ্যত সাফল্য নিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রভাষক হেলাল উদ্দিন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আঃ রশিদ, আক্তারুজ্জামান, মর্জিনা খাতুন, এসএম ফিরোজ কামাল, জাহিদুল ইসলাম, আশরাফুল আলম, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম প্রমুখ।