নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে গভীর রাতে অস্ত্রের মুখে নিরাপত্তা প্রহরীকে বেঁধে রেখে গভীর নলকুপের ৩টি ট্রান্সফরমিটার চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের গুরুমশৈল চিনাডাঙ্গার বিলে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে আড়াই লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
গভীর নলকুপের ব্যবস্থাপক রিমন মোল্লা জানান, রাত ১১টার দিকে ১০-১২ জন অস্ত্রধারী গুরুমশৈল চিনিডাঙ্গা বিলে বিএডিসি’র গভীর নলকুপে যায়। এ সময় তারা নলকুপের নিরাপত্তা প্রহরী আনসার আলী প্রামাণিককে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তার হাত-পা বেঁধে পাশে ফেলে রেখে ৩টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। এতে ওই বিলের প্রায় ৪শ’ বিঘা জমির চাষাবাদ হুমকির মুখে পড়েছে।
নিরাপত্তা প্রহরী আনসার আলী প্রামাণিক বলেন, রাতে ১০-১২ জন ব্যাক্তি এলে আমি ডাকাডাকি করার চেষ্টা করি। এ সময় তারা আমাকে ধরে প্রথমে জবাই করার চেষ্টা করে। পরে তাদের মধ্যে থাকা ২-১ জন নিষেধ করলে তারা আমার মাথায় পিস্তল ঠেকিয়ে তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। পরে যাবার সময় আমার হাত-পা বেঁধে রেখে তারা চলে যায়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোষীদের সনাক্তসহ আটকের জন্য পুলিশ কাজ করছে।