বেড়ায় চিকিৎসা অনুদান পেলেন ১৯ রোগী

বেড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার বেড়া উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতায় ক্যান্সার, কিডনি আক্রান্ত ১৯ জন দরিদ্র রোগীকে চিকিৎসা অনুদান হিসেবে ৯ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা হল রুমে ১৭ জন ক্যান্সার এবং ২ জন কিডনি আক্রান্ত রোগীদের মাঝে প্রত্যেককে ৫০ হাজার করে মোট ৯ লক্ষ টাকার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোরশেদুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন বেড়া উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মোতালেব সরকার । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতেমা তুজ জান্নাত, উপজেলা প্রকৌশলী মো. শাহিদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো.মনোয়ার হোসেন, পিআইও মো.তহিদ উজ জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কদ্দুস প্রমূখ।