সাঁথিয়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ বৃহস্পতিবার বিকালে বোয়াইলমারী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আলী মোরতুজার সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য পুত্র,  পাবনা-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নমিনী ড. ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমিন, বিশেষ অতিথির বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আনিছুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য উপাধাক্ষ মাওলানা আবু হানিফ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আঃ রউফ,  সাবেক উপজেলা আমীর আঃ  কুদ্দুস, উপজেলা কর্মপরিষদ  সদস্য মোস্তাফিজ  ফিরোজ, ছাত্র শিবির নন্দনপুর ইউনিয়ন সভাপতি আনিসুর রহমান নাইম, নন্দনপুর ইউপির ৭ নং ওয়াড সভাপতি শিক্ষক মাওলানা মোঃ গোলাম মোস্তফাসহ ওয়াড সভাপতিগন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন জুলাই ২০২৪ আন্দোলনে শহীদ জুলকার নাইমের গর্বিত পিতা মোঃ আঃ হাই। হাফেজ মোঃ শহিদুল্লাহর কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে ইফতার মাহফিলে পরিচালনা করেন নন্দনপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আঃ আলীম। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ড. ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমিন।

preload imagepreload image