অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়া উপজেলা মৎস্য অফিস রুমে একটি মদের বোতল পাওয়া গেছে। এঘটনায় পুরো অফিস পাড়ায় তোলপাড় শুরু হয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
জানা গেছে, উপজেলা মৎস্য অফিসে বসে কতিপয় অফিসের কর্মকর্তারদীর্ঘদিন ধরে মদ পান করে আসছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে ওই অফিস রুম থেকে ম্যাজিক মোমেন্ট (গ্রীন ভোট্টা) নামে এরকমই একটি মদের বোতল উদ্ধার করা হয়েছে।
নাম না প্রকাশের শর্তে একাধিক কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে উপজেলা মৎস্য অফিসে কতিপয় অসাধু কর্মকর্তা এধরণের কার্যকলাপ করে আসছিল। সরকারী অফিসে মদের বোতল থাকা সমুচীন নয়। স্থানীয় সচেতন মহল তদন্ত করে দোষীদের আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মৎস্য অফিসের অফিস সহায়ক মো. রাজিব হোসেন কর্মকর্তাদের দোষ নিজের ঘাড়ে নিয়ে বলেন, আমি একটি ভাঙ্গারি দোকান থেকে পানি খাওয়ার জন্য মদের ওই বোতলটি এনেছি। তবে এখনও বোতলটি ব্যবহার করা হয়নি।
এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক জানান, অফিসে মদের বোতল থাকা কোনভাবে কাম্য নয়। উর্ধতন কর্মকর্তাদের জানিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিন বলেন, ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
