”ফ্যাসিবাদের পতন হয়ছে রাজপথে, সরকার হবে নির্বাচনে” আগৈলঝাড়া ডিগ্রী কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি স্বপন

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের সরকারির শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে প্রায় দুই যুগ পরে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন। গত শনিবার বিকেলে কলেজ মাঠে কলেজের বাংলা বিভাগের প্রভাষক পথিক মোস্তফা ও সংস্কৃত প্রভাষক স্বপ্না পান্ডের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মাদ মহিউদ্দীন আলী আজম।
এসময় প্রধান অতিথি জহির উদ্দিন স্বপন বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে রাজপথে, সরকার হবে নির্বাচনে। ’১৪ সালের জালিয়াতির নির্বাচন, ’১৮ সালে নিশিরাতের নির্বাচনের পরে আবার আমি আর ডামির নির্বাচন হয়েছে। আমি এই আসনে প্রার্থী থাকলেও আমাকে বাড়ি থেকে বাহির হতে দেয়নি। বিডিআর এবং পুলিশ দিয়ে বাড়ি ঘেরাও করে রাখা হয়েছিল। আপনারা ফেসবুকে দেখেছেন শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে কিভাবে শেখ হাসিনা চোরের মত দেশ ছেড়ে পালিয়ে গেছে। হাজার শহীদের বিনিময়ে আমরা এই পরিবেশটা পেয়েছি। বিএনপি নির্বাচনে বিজয়ী হবে বলে এই নির্বাচন বানচাল করার জন্য একটি মহল ষড়যন্ত্র করেছিল। জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন হবে। আর নির্বাচিত সংসদের মাধ্যমে সংস্কার করা হবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সরদার আকবর আলী, বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক কমিটি সমন্বয়ক ও ইংরেজি বিভাগের প্রভাষক আকন মো. কামরুজ্জামান, বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক আহবায়ক সমাজবিজ্ঞান প্রভাষক ফারুক ফকির প্রমুখ।

preload imagepreload image